
স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন ছাত্রদল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে রাত ১২ টায় গাজীপুর স্কুল এন্ড কলেজের শহীদ স্মৃতিস্তম্বে ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী সহ উল্লেখযোগ্য আরও যারা ছিলেন- দৈনিক কালনেত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি সাংবাদিক মুহিবুর তালুকদার শিবলু ও দৈনিক ক্রাইমসীন এর প্রতিনিধি মনির সরকারসহ প্রমুখ।
পুষ্পার্পনে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান রিয়াদ।
ছাত্রনেতা রিয়াদ বলেন, বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ আর সাহসের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। প্রত্যাশা করি- তাদের ত্যাগ আমাদের এগিয়ে চলার শক্তি ও প্রেরণা জোগাক।
দ.ক.সিআর.২৫