
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি : সত্যিকারের ভালোবাসা ধর্ম, জাত, বা ভৌগোলিক সীমানার কোনো বাধা মানে না—এই চিরন্তন সত্যটি আরও একবার প্রমাণিত হলো লাখাইয়ের মাটিতে। ভালোবাসার এক রোমাঞ্চকর টানে সুদূর পাকিস্তান থেকে উড়ে এসে লাখাই উপজেলার বেগুনাই গ্রামের এক তরুণীকে জীবনসঙ্গী করলেন এক যুবক। সকল প্রতিকূলতা ও দূরত্ব জয় করে গতকাল, ১৩ ডিসেম্বর শনিবার, তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
জানা যায়, এই মিষ্টি প্রেমের গল্পের সূচনা হয় দূর প্রবাসে—সৌদি আরবে। তিন বছর আগে সেখানেই তাঁদের প্রথম পরিচয়। লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার কন্যা সেবিনা আক্তার (৩০) এবং এই পাকিস্তানি যুবক দুজনেই সৌদি আরবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে চলে আসা আন্তরিক সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়।
কিছুদিন আগে সেবিনা আক্তার দেশে ফিরে এলেও তাঁদের যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। অবশেষে, ভালোবাসাকে পূর্ণতা দিতে এবং সেবিনাকে চিরদিনের জন্য নিজের করে নিতে সেই পাকিস্তানি যুবক প্রেমের অদম্য টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসেন। তাঁর গন্তব্য ছিল লাখাইয়ের বেগুনাই গ্রাম।
পরিবারের সম্মতিতে সকল বাধা পেরিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর, তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হয়। এক দেশের সংস্কৃতি এবং আরেক দেশের আবেগের এই মিলন তৈরি করেছে এক অনন্য ভালোবাসার গল্প, যা স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তাঁদের দাম্পত্য জীবন সুখে-শান্তিতে ভরে উঠবে এবং এই আন্তর্জাতিক প্রেমকাহিনি আরও অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দ.ক.সিআর.২৫