মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট:
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা ইউনিয়ন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
এ সময় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দ.ক.সিআর.২৫