1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সড়কে ঘুষ নেওয়ার অভিযোগ, ওসিসহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার তিস্তানদীর বাধ রক্ষার কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রেজওয়ানা মাধবপুরে ৪’শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ চুনারুঘাটে দালালের খপ্পরে পরে সর্বহারা ৪০টি পরিবার, অসহায়দের আহাজারি হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময় বিশ্ববিদ্যালয় হলের ছাদ থেকে পড়ে চুনারুঘাটের শিক্ষার্থীর মৃত্যু মোটরসাইকেল কেড়ে নিল এইচএসসি পরিক্ষার্থীর প্রাণ খোয়াই নদীর বাঁধ নির্মাণ শুরু, স্বস্তিতে নদীর পাড়ের মানুষ  সেনা বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ আরও ২ মাস বাড়লো ​​​​​​​

তিস্তানদীর বাধ রক্ষার কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রেজওয়ানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাজারহাট প্রতিনিধি

তিস্তা পাড়ের মানুষের গণশুনানির মাধ্যমে সমস্যাগুলো সমাধানের জন্য আমি ঢাকায় থেকে দুই মাসের চেষ্টায় অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরাদ্দ পেয়েছি বললেন, বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা। তিনি আরও বলেন, সেই সময় বাজেট প্রণয়নের কাজ ছিলনা, আপনাদের সমস্যার কথাগুলো বলার পর পুরো কাজটার জন্য বরাদ্দ পেয়েছি।

তিনি আরও বলেন, আজকে যদি বাঁধের কাজটা না করতাম হয়ত বিদ্যালয়টি নদীতে ভেঙে যেতো, এটা মানুষকে জানাতে হবে, সাহস লাগবে সরকারের কাছে রাখা দাবিটি যে বাস্তবায়ন হয়।এজন্য আমি নিজেই কাজটি দেখতে এসেছি, দ্বিতীয় হচ্ছে স্থানীয় জনগণ নদীর স্থায়ী সমাধানের দাবি জানান।যদি স্থায়ী সমাধান কাজ করতে যান তাহলে লাগবে ৩ থেকে ৫ বছর। আপাতত বিপদ কাঠার জন্য এই কাজ টুকু করতেছি এবং সেখানে প্রত্যেকটি কাজে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি, যাতে যে কোন অনিয়মের অভিযোগ উঠতেই পারে, সেগুলো যেন স্থানীয় মানুষ নিষ্পত্তি করতে পারে এবং কাজগুলো যেন ভালোভাবে হয়। দুটি জায়গায় গিয়েছি তারা বলছেন কাজগুলো ঠিকভাবে হচ্ছে।

এবার হল তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদীর গতি প্রকৃতি অনেকটাই আমাদের হাতে নির্ভর করেনা, নির্ভর করে উজানের দেশে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারিভাবে তিস্তা মহাপরিকল্পনার জন্য চুক্তির ব্যপারে কাজ করা হয়েছিল ২০১১ সালে, সেই প্রক্রিয়া এখনো চলমান আছে।পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের নদী সেহেতু ভাটির দেশের জনগনের অধিকার আছে। সেটি সুরক্ষিত করতে পারি সে জন্য ২০১৬ সালে চীন সরকারের সঙ্গে একটা স্মারক স্বাক্ষর হয়েছিল। আমরা সেসময়ে মহাপরিকল্পনার দাবি জানিয়ে ছিলাম, আমরা সেই পরিকল্পনা নিয়ে চীন সরকারের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, তিস্তা পাড়ে পাঁচটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে, যাতে এটা যেন সরকারি পরিকল্পনা না হয়, এটা যেন জন পরিকল্পনা হয়।বাস্তবায়নের জন্য যে সংস্থাটি কাজ করবে, তারা একটা ডিজাইন দিবে। ডিজাইন পেতে অক্টোবর এসে যাবে। তারপর জানা যাবে কি পরিমাণ টাকা লাগবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে।

মঙ্গলবার বেলা বারোটায় খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙন প্রতিরোধ ও তীর রক্ষা কাজ
পরিদর্শনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এসময়ে উপস্থিত ছিলেন,
উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো:মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশাদুল হক।

উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন
একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর, স্থানীয় পরিবেশকর্মী খন্দকার আরিফ, হামিদুল ইসলাম, আনিছুর রহমান আনাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট