তানভীর আহমদ রাহী
পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডিক্লিন চুনারুঘাট টিম আজ চুনারুঘাট উপজেলার ৬ নম্বর ইউনিয়নে পরিচালনা করেছে এক সফল পরিচ্ছন্নতা অভিযান। সকাল ৮টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন ৭০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক। মূল অভিযানটি পরিচালিত হয় ইউনিয়নের মাঠ এবং আশপাশের এলাকাজুড়ে।
বিডিক্লিন টিমের সদস্যরা সকালের প্রথম আলো ফুটতেই ঝাড়ু, বস্তা এবং বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে মাঠে নেমে পড়েন। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা, আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশ বদলে দিতে তারা একযোগে কাজ করেন। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পরিবেশ-সচেতনতা গড়ে তোলা। অভিযান চলাকালীন আশপাশের দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিডিক্লিন সদস্যরা। তাদের বোঝানো হয় পরিবেশ দূষণের ক্ষতিকর দিক, এবং কীভাবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস বদল এনে একটি পরিচ্ছন্ন সমাজ গড়া সম্ভব। অনেক দোকানদারই অঙ্গীকার করেন—দোকানের সামনে আর ময়লা ফেলা হবে না, নির্দিষ্ট স্থানে ফেলা হবে আবর্জনা। পথচারীরাও জানিয়ে দেন—তারা পলিথিন ব্যবহার কমিয়ে কাপড়ের ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হতে চান।
এই অভিযান শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং এটি একটি চলমান সচেতনতামূলক আন্দোলনের অংশ। বিডিক্লিন চুনারুঘাট টিম নিয়মিতভাবেই এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। “পরিচ্ছন্ন বাংলাদেশ” গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে তারা নিজেরা এগিয়ে আসছেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করছেন।
স্থানীয়দের মতে, বিডিক্লিনের এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। ছোট-বড় সবার মাঝেই এখন পরিচ্ছন্নতা নিয়ে ভাবনা তৈরি হয়েছে। পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্বের অংশ—এই বার্তাটি ছড়িয়ে দিতে বিডিক্লিন টিমের আজকের অভিযান ছিল নিঃসন্দেহে এক সফল প্রয়াস।
দ.ক.সিআর.২৫