➖
কালনেত্র ডেস্ক
আজকের সকালটা ছিল অন্যরকম। সূর্যের আলো ফুটে উঠার সাথে সাথে চুনারুঘাটের শ্রীকুটা বাজারের গলি-মাঠে ছড়িয়ে পড়ে একদল স্বপ্নবাজ মানুষের পদচারণা। হাতে ঝাড়ু, গায়ে কমিটমেন্ট, আর মনে একটাই চিন্তা—‘চুনারুঘাট হবে পরিচ্ছন্ন, সচেতন ও গর্বিত এক জনপদ।’
বিডি ক্লিন চুনারুঘাট টিমের স্বেচ্ছাসেবীরা নিজেদের কাজের ফাঁকে, সময়ের অভাবকে জয় করে, এক হয়ে মাঠে নামে পরিচ্ছন্নতার যুদ্ধ চালাতে। এই মহৎ প্রয়াসের কেন্দ্রবিন্দু ছিল শ্রীকুটা বাজার, যেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা, আবর্জনা আর গন্ধের বিরুদ্ধে ছিল এক নিরব বিপ্লব।
এই উদ্যোগের মূল প্রেরণায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব লিয়াকত হাসান। যিনি নেতৃত্বের পাশাপাশি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করেন। তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং সাহসী উপস্থিতি সবাইকে অনুপ্রাণীত করেছে।
আজ শ্রীকুটা বাজার শুধু পরিচ্ছন্ন হয়নি, হয়েছে সচেতন। দোকানদাররা শপথ করেছেন—দোকানের সামনে আর ময়লা থাকবে না। পথচারীরা জেনেছেন— পলিথিন নয়, কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। বাচ্চারা বুঝেছে—পরিবেশকে ভালোবাসতে শিখতে হবে ছোটবেলা থেকেই।
এই অভিযান শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান আন্দোলন। একটি মানসিক বিপ্লব— যা আমাদের সবাইকে ছুঁয়ে যেতে পারে যদি আমরা প্রতিদিন ১ মিনিট করে নিজেদের চারপাশকে পরিষ্কার রাখি।
দ.ক.সিআর.২৫