1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক

দীর্ঘ একযুগ পর আমুরোড বাজারে বৈশাখী মেলার আয়োজন, উচ্ছ্বসিত এলাকাবাসী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

কালনেত্র প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদের আমুরোড বাজারে বৈশাখী মেলার আয়োজন হয়েছে।

গতকাল (২২ এপ্রিল) পহেলা বৈশাখ ও বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী এ উৎসবের।

২০১৯ সালের পর ২০২০ সালে করোনা ভাইরাসের মহামারির কারণে আয়োজন হয়নি এই উৎসব। পরবর্তীতে ২০২১, ২২, ২৩ এবং ২৪ সালে রমজান ও ঈদের বন্ধের কারণে বৈশাখী মেলার আয়োজন হয়নি। তাই দীর্ঘ প্রতিক্ষার পর আয়োজিত হতে যাওয়া মেলা নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী।

দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজনের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে শুরু হয় মেলার শোভাযাত্রা। এরপর বিভিন্ন খেলনা, দুলনা, কসমেটিকস ও খাবারের দোকানের আয়োজন করেছে মেলা কমিটি।

দীর্ঘ সময় পর আবারও বৈশাখের এই আয়োজন নিয়ে আমুরোড বাজারের ফার্মেসী ব্যবসায়ি ডা. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রাণপ্রিয় আমুরোড বাজারে এই আয়োজন সত্যিই আনন্দের ও আবেগের বিষয়। পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতি ও বহুমাত্রিক ঐতিহ্যের বহিঃপ্রকাশের এক অনন্য উপলক্ষ। এদিনটি বাঙালির জীবনে এক বিশেষ সজীবতা ও প্রাণচাঞ্চল্য নিয়ে আসে, যেখানে লোকজ শিল্প ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে আমরা আমাদের শেকড়কে নতুন করে অনুভব করি।

আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার, আমুরোড বাজারের ভিট মালিক ফজলুর রজমান আকল বলেন, বাঙালির জাতীয় ও সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ। প্রাগৈতিহাসিক যুগ থেকে বাংলার আবহমান সংস্কৃতির যে বিকাশ সাধিত হয়েছে তার গুরুত্বপূর্ণ একটি উপাদান বাংলা বর্ষবরণ। বিগত ১০-১২ বছর পর এবারই প্রথম বর্ষবরণের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। উৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক এবং জামাতে ইসলামের ইউনিয়ন সভাপতি মো. মস্তোফা হোসেন মস্তো বলেন, ২০১৯ সালের পর করোনা ভাইরাস এবং পরবর্তীতে রমজান ও ঈদের বন্ধের কারণে দীর্ঘদিন আমুরোড বাজারে পহেলা বৈশাখ উদযাপন সম্ভব হয়নি। এ বছর আমরা খুবই অল্প সময়ের মধ্যে বাংলা নতুন বর্ষ বরণের আয়োজন করেছি। যাতে এলাকার সকল অংশীজনেরা এই আয়োজনে উপস্থিত হয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করতে পারেন। আয়োজন সফল করতে পেরে আনন্দ ও গর্ববোধ করছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট