➖
আসাদ ঠাকুর, অমনিবাস
প্রকৃতি প্রেমীদের জন্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সত্যিই অনন্য। এ বনের ভেতর দিয়ে হাঁটলেই প্রকৃতির কোমল ছোঁয়া গায়ে লাগে।
.
সাতছড়িতে প্রচুর বন্যপ্রাণি রয়েছে। রয়েছে নানা প্রজাতির গাছ। মনোরম প্রাকৃতিক পরিবেশ। ঘন সবুজ বনের মাঝে মাঝে টিলা। বনের কয়েক গজ ভেতরে যাওয়ার পরেই ৫৫ ফুট উঁচু টাওয়ারে উঠে সাতছড়ির সৌন্দর্য আরও ভালোভাবে দেখার সুযোগ রয়েছে। চারদিকে সবুজের সমাহার, একপাশে পাম বাগান!
.
পর্যটক আকষর্ণেও ভূমিকা রাখছে হবিগঞ্জের সাতছড়ি। সাতছড়ির রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বছরের পর বছর ধরে উদ্যানটি পর্যটকদের মন জয় করে চলেছে। ঈদ, বর্ষবরণ ও পূজায় বৃদ্ধি পায় পর্যটক সমাগম।
.
এ উদ্যানের ভেতরে রয়েছে অন্তত ২৪টি আদিবাসী পরিবারের বসবাস। রয়েছে বন বিভাগের লোকজন। পর্যটকদের জন্য চালু আছে প্রজাপতি বাগান, ওয়াচ টাওয়ার, হাঁটার ট্রেইল, খাবার হোটেল, রেস্ট হাউস, মসজিদ, রাত যাপনে স্টুডেন্ট ডরমিটরি।
.
উদ্যানে দুই শতাধিক প্রজাতির উদ্ভিদের মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধা জারুল, আওয়াল, মালেকাস, আকাশমনি, বাঁশ, বেত ইত্যাদি উল্লেখযোগ্য। ১৯৭ প্রজাতির জীবজন্তুর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ ও ৬ প্রজাতির উভচর রয়েছে।
.
আরও আছে প্রায় ২০০ প্রজাতির পাখি। রয়েছে লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, উল্লুক, ভাল্লুক, চশমাপরা হনুমান, শিয়াল, কুলু বানর, মেছো বাঘ, মায়া হরিণের বিচরণ। সরীসৃপের মধ্যে আছে নানা জাতের সাপ। কাও ধনেশ, বন মোরগ, লাল মাথা ট্রগন, কাঠঠোকরা, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাসস্থল এই উদ্যান।
.
সাতছড়ি জাতীয় উদ্যানের মোট আয়তন ২৪৩ দশমিক ১০ হেক্টর। ২০০৫ সালের ১০ অক্টোবর এ বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তবে বন রক্ষণাবেক্ষণের জন্য জনবল অতি স্বল্প। মাত্র ৫ জন গার্ড ও একজন বিট অফিসার দিয়েই এতো বড় বনের তদারকি করা হচ্ছে।
.
সাতছড়ি উদ্যানে প্রাপ্তবয়স্কদের প্রবেশ মুল্য ১১৫ টাকা, শিশু ৬০ টাকা, বিদেশি পর্যটক ১,১৫০ টাকা। শুটিংয়ের জন্য ১৩,৮০০ টাকা। পিকনিক পার্টির জন্য জনপ্রতি ২৩ টাকা। পার্কিং- ছোট গাড়ি ১১৫ টাকা ও বড় গাড়ি ২৩০ টাকা।
.
এখানে সহজেই আসা যায়। উদ্যানের গভীর অরণ্যে দেখা যাচ্ছে নানা প্রজাতির বন্যপ্রাণি। আশেপাশে রয়েছে চা বাগান। পাশেই তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। উদ্যানে রয়েছে থাকা-খাওয়ার সু-ব্যবস্থা। রয়েছে নিরাপত্তা।
.
সাতছড়ি জাতীয় উদ্যানটি ঢাকা থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে ও শ্রীমঙ্গল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। উদ্যানটি সাতছড়ি বিটের রঘুনন্দন পাহাড়ি সংরক্ষিত বনের একটি অংশ।
লেখক: আসাদ ঠাকুর, কবি ও সাংবাদিক
দ.ক.সিআর.২৫