1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক

অপরুপ মুগ্ধতার আবেশ আহম্মদাবাদের নালুয়া চা বাগান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আসাদ ঠাকুর, আহম্মদাবাদ

চা-গাছে কুঁড়ি আসবে, যদি সময়মত বৃষ্টি হয়। এ মৌসুমে বৃষ্টির অবস্থা ভালো। তাই এবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের মধ্যে অবস্থিত নালুয়া চা-বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডানকান ব্রাদার্সের মালিকানাধীন এ বাগানটির দুইদিকে গোইবিল ও চিমটিবিল ভারত সীমান্ত। একদিকে আমু চা-বাগান আর অপরদিকে বস্তি এলাকা বেষ্টিত। কঠোর নিরাপত্তা আর সীমান্ত থাকায় এ বাগানটি এখনও চিরহরিৎ।

প্রায় ৩হাজার একর জমিতে নালুয়া মেইন ডিভিশনসহ ফাঁড়ি ডুলনা বাগানে চা-গাছের পরিচর্যায় দুই হাজারের মতো শ্রমিক নিয়োজিত রয়েছেন। প্রতি বছরই উৎপাদনের দিক দিয়ে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে এ বাগান। বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলামের দক্ষ দেখভালে সহকারী ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন চা-পাতার উৎপাদন বাড়াতে। এতে কাজও হচ্ছে। ২০১৬ সালেই ১৩ লাখ কেজি চা-পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ বাগানের। এ মৌসুমে নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ করে উৎপাদন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ৭ হেক্টর জমি উপযোগী করে নতুন করে ১ লাখ ১০ হাজার চা-গাছের চারাও রোপন করা হয়েছে। এ বাগানের চারদিকে সবুজের সমারোহ। বাগানটি শুধু চা-পাতা উৎপাদন করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা রাখছে। এজন্য গত মৌসুমে বাগান এলাকায় চা-গাছের ছায়াবৃক্ষসহ পরিবেশ বান্ধব ৫০ হাজার নানা প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

বনগবেষক, পরিবেশ প্রেমিক আহমদ আলী বললেন, বাগানটি পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। এ বাগানে রয়েছে লেক। লেকে পাখির বিচরণও মুগ্ধ হওয়ার মতো। চা-গাছে পর্যাপ্ত ছায়াবৃক্ষ রয়েছে। রয়েছে নানা প্রজাতির গাছপালা। গাছ চুরি রোধে এখানকার ব্যবস্থাপনাও ভাল। নিবিড় ছায়াঘেঁরা এ বাগানের শ্রমিকরা খুই শান্ত। ঢাকা-সিলেট পুরাতন সড়ক দিয়ে চুনারুঘাট থেকে চন্ডিছড়া বাগানের রাস্তায় প্রবেশ করে কয়েক কিলোমিটার অতিক্রম করেই নালুয়া বাগানে যাওয়া যায়।

উল্লেখ্য, এ জেলার ৮টি উপজেলার মধ্যে চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, বাহুবলসহ চারটি উপজেলার ১৫,৭০৩.২৪ হেক্টর জমিতে চা-পাতার চাষ হয়। রশিদপুর, রামপুর, বৃন্দাবন, ইমাম বাওয়ানী, কামাইছড়া, মধুপুর, ফয়জাবাদ, চিতলাছড়া, তেলিয়াপাড়া, জগদীশপুর, শ্রীবাড়ি, পারকুল, নাসিমাবাদ, বৈকুন্ঠপুর, সুরমা, চাঁনপুর, চন্ডিছড়া, রামগঙ্গা, লস্করপুর, দেউন্দি, লালচান্দ, রেমা, আমু, নালুয়া ও আমতলীসহ প্রায় ৩০টি বাগান রয়েছে এখানে। এরমধ্যে মান সম্মত চা-পাতা উৎপাদন ও পরিবেশ সহায়ক কার্যক্রম গ্রহণে বিশাল ভূমিকা পালন করছে নালুয়া বাগানটি।

আসাদ ঠাকুর, কবি, লেখক ও সাংবাদিক

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট