➖
প্রেস বিজ্ঞপ্তি◾
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় বার্ষিক ভাইবা পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার ২৩ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে৷
প্রথমদিন অর্থাৎ বৃহস্পতিবার চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের শিক্ষার্থীদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে। ক্রমান্বয়ে শিডিউল অনুসারে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাইবা পরীক্ষা চলমান থাকবে।
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি যুব প্রধান ও নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান (অতিঃ দাঃ সংযুক্ত মাধবপুর ও বাহুবল) জানান, সারা বিশ্বে সহ শিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ণের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই ধারাবাহিকতায় রেড ক্রিসেন্ট সোসাইটির সহ শিক্ষা কার্যক্রম চলমান আছে।
হাবিবা জান্নাত, জনসংযোগ কর্মকর্তা, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি চুনারুঘাট
দ.ক.সিআর.২৫