1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

এখন মিনারে উঠে আজান দেওয়া হয় না কেন?

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মুফতি আবদুল্লাহ নুর◾

জাহিদুল ইসলাম স্বপন ঢাকার উত্তরার একটি ইসলামিক স্কুলে পড়েন। পাঠ্য বই পড়ে তিনি জানতে পেরেছেন মসজিদের মিনার মূলত আজান দেওয়ার স্থান। পূর্বযুগে মসজিদের মিনার থেকেই আজান দেওয়া হতো। কিন্তু বর্তমানে মুয়াজ্জিন মসজিদের মিনারে উঠে আজান দেয় না। স্বপনের প্রশ্ন হলো, বর্তমানে মুয়াজ্জিনরা মিনারে উঠে আজান দেয় না কেন?

 

প্রাজ্ঞ আলেমরা বলেন, ইসলামের প্রাথমিক যুগে মিনার তৈরি করা হতো সেখান থেকে আজান দেওয়ার জন্য যেন দূর-দূরান্ত পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যায়। এটাই ছিল সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তীদের আমল। তারা সাধারণত মসজদিরে বাইরে এসে মিনারে বা অন্য কোনো উঁচু স্থানে আরোহন করে আজান দিতেন।। যেমন নাজ্জার গোত্রের এক নারী সাহাবি বলেন, ‘মসজদে নববীর নিকটবর্তী বাড়িগুলোর মধ্যে আমার বাড়ি ছিল সবচেয়ে উঁচু। বেলাল (রা.) সেখানে আরোহন করে আজান দিতেন। (সুনানু আবি দাউদ, হাদিস : ৫১৯)

 

আবদুল্লাহ ইবনে শাকিক (রহ.) বলনে, ‘সুন্নাহ হচ্ছে আজান মিনার থেকে দেওয়া এবং ইকামত মসজিদের ভেতরে দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ২৩৪৫)

 

এসব হাদিস ও বর্ণনার ওপর ভিত্তি করে ফকিহ আলেমরা মিনার বা অন্য কোনো উঁচু স্থান থেকে আজান দেওয়া সুন্নত এবং মসজিদের ভেতর থেকে আজান দেওয়া মাকরুহ বলছেন। তবে বর্তমান যুগের ফকিহরা শর্ত সাপেক্ষে মসজিদের ভেতর থেকে আজান দেওয়া বৈধ বলেন। তারা বলেন, মসজিদের ভেতর থেকে আজান দেওয়া মাকরুহ হওয়ার মূল কারণ হলো, আওয়াজ দূরে না পৌঁছা। কিন্তু বর্তমানে যেহেতু সাধারণত মাইকে আজান দেওয়া হয় এবং মসজিদের ভেতর থেকে দিলেও দূর-দূরান্ত পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। তাই মসজিদের ভেতর থেকে আজান দেওয়া মাকরুহ হবে না।

 

তবে এ ক্ষেত্রে আলেমরা একটি সতর্কতা অবলম্বন করতে বলেন, তা হলো পূর্বসূরী আলেমদের সঙ্গে সাদৃশ্য রেখে মসজিদের মিনারে মাইক স্থাপন করা। যাতে দূর-দূরান্ত আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে। তবে এটাও মনে রাখবে, যদি মসজিদের বাইরে বা মিনারে উঠে আজান দেওয়ার সুযোগ থাকে তবে সেটাই উত্তম। আর যদি সে সুযোগ না থাকে, তবে মুয়াজ্জিন মসজিদের ভেতরে থেকে আজান দেবে এবং মসজিদের মাইক বাইরে সেট করা থাকবে। এ ক্ষেত্রে উত্তম হলো আজানের জন্য পৃথক কক্ষ থাকা। যেখানে মুয়াজ্জিন আজান দিতে পারবে। (কিতাবুল আসাল : ১/১১৫; আলগায়া : ২/২২৭; আর রদ্দুল মুহতার : ১/৩৮৪)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

দ.ক.ধর্মওজীবন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট