➖
কালনেত্র প্রতিবেদন◾
ঈমান মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সব আমলের ভিত্তি স্বরূপ। মহান আল্লাহর প্রতি ঈমান ছাড়া আত্মার প্রশান্তি অর্জন অসম্ভব। আর ঈমানহীন আত্মা সবসময় ভয়কাতর, হীন ও দুর্বল থাকে। সে আত্মায় থাকেনা কোনো ধরনের স্থিরতা ও শান্তি। আল্লাহর প্রতি ঈমান হলো- নাজাত ও মুক্তির মূলমন্ত্র। ঈমানের অর্থ হলো, রাসুল (সা.) স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, সেগুলোর অবগতির দিকে লক্ষ করে বিস্তারিতভাবে বা সামষ্টিকভাবে বিশ্বাস করা।
হাদিসে রাসুল (সা.) ঈমানের স্বাদ বলতে কী বুঝিয়েছেন, তা নিয়ে হাদিসবিশারদদের মত-পার্থক্য রয়েছে। মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) মতে ঈমানের স্বাদ বলতে— ইবাদতের আগ্রহবোধ সৃষ্টি হওয়া। তৃপ্তি অনুভূত হওয়া ও দ্বীনের পথে দুঃখ-কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি হওয়া। জাগতিক বিষয়ের উপর দ্বীনকে প্রাধান্য দেওয়ার মনোবৃত্তি গড়ে ওঠা।
কাজি বাইজাভি (রহ.)এর মতে শরিয়তের অনুশাসন ও বিধি-বিধান পালন করা স্বভাবতই কষ্টকর মনে হলেও এর উপকারিতা ও প্রতিদানের প্রত্যাশায় তা যথাযথ পালনে আগ্রহ সৃষ্টি হওয়ার নাম হলো ঈমানের স্বাদ।
মুমিন তার ‘ঈমানের স্বাদ’ সব ইবাদত ও আনুগত্যে খুঁজে পায়। তবে যেসব ইবাদতে আল্লাহর নৈকট্য বেশি লাভ হয়, সেসব ইবাদতে ঈমানের স্বাদ বেশি অনুভূত হয়।
হাসান বসরি (রহ.) বলেন, ‘মানুষ তিন বিষয়ের স্বাদ হারিয়ে ফেলেছে : নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির (আল্লাহর স্মরণ)। যদি তোমরা এসব ইবাদতে স্বাদ খুঁজে পাও তবে তা অব্যাহত রাখো এবং সুসংবাদ গ্রহণ করো।
আর যদি না পাও তবে বুঝে নাও তোমার জন্য দরজা বন্ধ হয়ে আছে।’ (নাশআতুল ফিকরিল ফালসাফি ফিল ইসলাম: ৩/১৭৫)
দ.ক.ধর্ম