➖
কালনেত্র ডেস্ক◾
বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত নভেম্বর ও ডিসেম্বর মাসব্যাপী জেলায় জেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত করার লক্ষ্যে গ্রাম সভা, হাট সভা ও কর্মীসভা আয়োজন করছে।
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন সমাজ গড়তে আমূল ভূমি সংস্কার, ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড, সরকার নির্ধারিত দামে কৃষকদের পর্যাপ্ত সার, বাজার সিন্ডিকেট ভাঙা, বিএডিসি সক্রিয় করণ, কৃষক সমবায় বাজার ব্যবস্থা চালু, পল্লী রেশন ও শস্য বীমা চালু, হাট-বাজারের ইজারা প্রথা বন্ধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, হাওর ও উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে টেকসই নতুন বাঁধ নির্মাণ, বাঁধের পাশ দিয়ে বনায়ন করা, হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ বন্ধ করা, কৃষকদের ফসল নেওয়া ও যাতায়াতের জন্য ডুবন্ত রাস্তা নির্মাণ, হাওর-বাওর-জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার, উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে কৃষিজমির জলাবদ্ধতা ও লবণাক্ততা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অপরিকল্পিতভাবে নদী খনন, নদী খননের নামে কৃষকের কৃষিজমি কেটে নেয়া, লুটপাট, অবৈধভাবে বালু উত্তোলন, নদী খননের বালু দিয়ে কৃষি জমি ধ্বংস করা বন্ধ করা, পরিকল্পিতভাবে নদী খনন করে নদী পয়স্তি (জেগে ওঠা জমি) অঞ্চলে জরিপ নকশা করে প্রকৃত মালিকদের সিলিং অনুযায়ী জমির মালিকানা ও দখল বুঝিয়ে দেওয়া, বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচে গভীর নলকূপে অপারেটরদের অনিয়ম হয়রানি-দুর্নীতি বন্ধ, রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল চালু, আদিবাসী কৃষকদের ভূমির অধিকার, বসতভিটা, কৃষি জমি রক্ষা করা- এসব দাবিতে ব্যাপক সংখ্যক কৃষকের অংশগ্রহণে জেলায় জেলায় কৃষক সমাবেশের ডাক দেয় সংগঠনটি।
দ.ক.সিআর.২৪