সম্পাদকীয়◾
অনেক দিন পর আজ আবার দেশ নিয়ে লিখতে ইচ্ছে করলো; বিদেশে গিয়েছি কয়েকবার! পৃথিবীময় সুন্দর সব দেশের ভীড়ে আমার এই জরাজীর্ণ গরীব দেশটাকেই ভালো লাগে…
যখন নিজের দেশকে ভালো রাখতে বৈশ্বিক উষ্মতা সম্পর্কে সচেতন করতে অন্য দেশের কংক্রিটের শহরে পা রাখি, তখন নিজের দেশের সবুজে ভরা বিশাল তেপান্তরের মাঠ চোখে ভেসে উঠে… বুকের ভিতর হু হু করে উঠে, শূন্যতা অনুভব করি… দেশের প্রতি ভালোলাগা কতটা তা প্রবাসী যারা অনুভব করেন বোধ করি আমার-ই মতো…!!
খুব মন খারাপ হয়ে যায় যখন ভাবি একটু সচেতনতায় আমরা নিজেরাই পারি এই দেশটাকে সুন্দর করে তুলতে, পরিচ্ছন্ন রাখতে। কিন্তু আমরা কত সহজে তা এড়িয়ে চলি! বিদেশে দেখেছি ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে; এটার জন্য নিশ্চয় আমাদের দেশে আইন দরকার নেই, আমরা চাইলেই পারি রাস্তার পাশের ডাস্টবিন ব্যবহার করতে, ট্রাফিক সিগন্যাল মেনে চলতে…
হয়তো একদিনে সবকিছু বদলে যায় না। কিন্তু এই একদিন আমরা একসাথে করতেই পারি। মালোয়েশিয়া একদিনে হয়নি। একসময় সে দেশের মানুষ গাছের পাতা খেয়ে ক্ষুধা নিবারণ করতো! আজ সেই দেশে শ্রমিক নিতে আবেদন করা হয়! আমরা না হয় নিজের দেশের জন্য একটু শ্রম ব্যয় করি, দেশের জন্য একটু পরিশ্রম করি… নিয়মগুলো মেনে সচেতনতার পরিচয় দেই, প্লীজ।
কেসিআর-২৪