চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (৫ অক্টোবর) রাত ১১টা থেকে ১ টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ ও ১টি মেশিন বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এধরণের অভিযান অব্যাগত থাকবে।
দ.ক.সিআর.২৫