হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দিঘির পাড় গ্রামে আজ ধানের চারা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিষয়টিকে কেন্দ্র করে তারাসই মহল্লা ও যাত্রাপাশা মহল্লার লোকজনের মধ্যে এক বিরাট সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ায় মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামজুড়ে উত্তেজনা বাড়তে থাকলে স্থানীয়রা খবর দেন থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ধানের চারা নিয়ে শুরু হওয়া ছোটখাটো বিরোধ কীভাবে সংঘর্ষে রূপ নিলো তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে।
দ.ক.সিআর.২৫