প্রদীপ দাস, হবিগঞ্জ: মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একদিনের বিশেষ অভিযানে প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ, বিয়ার, কসমেটিকস, আতশবাজি, ফুচকা ও একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পণ্য জব্দ করেছে।
গতকাল (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এলাকায় টহল দল অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে।
এছাড়া সীমান্তবর্তী সাতছড়ি ও মাধবপুরে পৃথক অভিযানে মদ ও বিয়ার, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুচকা ও আতশবাজি উদ্ধার করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে। সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে।
জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।
আগস্ট মাসে এ পর্যন্ত বিজিবি’র অভিযানে প্রায় ৩০ কোটি টাকার চোরাচালানী পণ্য ও মাদক জব্দ হয়েছে।
দ.ক.সিআর.২৫