1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

তেলবাহী লরিতে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো হবিগঞ্জ বিজিবি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ: হবিগঞ্জে অভিনব কৌশলে চো*রাচা*লানের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তেলবাহী ট্যাংকার লরিতে লুকিয়ে রাখা সোয়া এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক লরিটি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফেসওয়াস, ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম ও ক্লোপ-জি ক্রীম উদ্ধার করা হয়। তবে ঠিক কোন এলাকায় অভিযান চালানো হয়েছে, তা জানায়নি বিজিবি।

বিজিবি জানায়, চো*রাকারবারিরা তেলের ট্যাংকারের ভেতর অভিনব কায়দায় এসব মালামাল পাচারের চেষ্টা করছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।

অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চো*রাচা*লানকারীরা যত নতুন কৌশলই গ্রহণ করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে তাদের প্রতিরোধ করবে।”

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চো*রাচা*লান বিরোধী অভিযানে ইতোমধ্যে প্রায় ৯৩ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট