1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে গুলি পদোন্নতি পেয়ে পিতা-মাতার কবর জিয়ারতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন  চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শ্রেষ্ট ইসলাম এর ছোট গল্প “বাগানের জীবন” মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব চুনারুঘাটের আবু তাহের মুহাম্মদ জাবের  আজ শুক্রবার, সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন জুম্মাবার চুনারুঘাটে শিক্ষার্থীদের হাতে-হাতে মোবাইল ফোন, জড়াচ্ছে সাইবার অপরাধে! ক্যান্সারের কাছে হার মেনে ১৭ বছর বয়সে চলে গেলেন হেলেনা আক্তার চুনারুঘাটের বাল্লা সীমান্তে মাদকের ভয়াবহতা!

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে প্রবেশ পথে বাঁধা, মব সৃষ্টির অভিযোগ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অপর স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা মতিন বক্স এর নেতৃত্বে মব সৃষ্টির অভিযোগ উঠেছে।
গত ১৭ আগস্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে দেয়া কলেজ শিক্ষক পরিষদের অভিযোগ সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ পরিচালনা ও দায়িত্ব পালনের জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কলেজে প্রবেশকালে তাঁদের গাড়ি ও রিকশা দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বিএনপি নেতা মতিন বক্সের নেতৃত্বে কতিপয় লোকজন ও অভিভাবক ব্যারিকেড দিয়ে আটকে দেন। তাঁদেরকে বহনকারী যানবাহন থেকে জোরপূর্বক নামতে বাধ্য করেন। একটি রিকশায় একজন অসুস্থ শিক্ষক ছিলেন। তাঁকেও জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে দেয়া হয় এবং শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে উত্তেজিত করে মব সৃষ্টি করেন।
এই ঘটনাটির বিনা অনুমতিতে ধারণকৃত ভিডিও এর খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করা হয়। ওই ভাইরাল করা ভিডিওর ক্যাপশনে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও কলেজের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে নানা ধরনের অশালীন মন্তব্য করা হয়।
কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান এক মাস যাবৎ বিভিন্ন সময়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এ ধরনের ঘটনার শিকার হয়ে আসছেন।
১৪ আগস্ট একাধিক শিক্ষক-কর্মকর্তার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই ঘটনার  প্রেক্ষিতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যগণের মধ্যে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়  কলেজের প্রবেশ পথে কোন ব্যারিকেড থাকবে না।
এই সিদ্ধান্ত অমান্য করে ১৭ আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য মতিন বক্স এর নেতৃত্বে আনুমানিক ৪০-৫০ জন নামধারী অভিভাবক মব (বিশৃঙ্খলা) সৃষ্টির লক্ষ্যে সকাল থেকেই কলেজের প্রবেশ পথে অবস্থান নেন। এসময় এইচএসসি পরীক্ষা-২০২৫ এর পরিচালনা ও দায়িত্ব পালন করতে আসা শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে দেখা মাত্রই অশোভন আচরণ এবং অশালীন ভাষা ব্যবহার করে তাদের দিকে আক্রমণ করার জন্য ধেয়ে আসেন। উপস্থিত শিক্ষক-কর্মকর্তাগণ এর প্রতিবাদ জানালে তাদের সাথে চরম দুর্ব্যবহার এবং হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে যথাযথ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আবু ইউসুফ মো: শেরউজ্জামান জানান, মতিন বক্স এর নেতৃত্বে মব (বিশৃঙ্খলা) সৃষ্টি ও অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অশোভন আচরণ এবং অশালীন ভাষা ব্যবহার করা হয়। যে সড়কে ব্যারিক্যাড দিয়ে গাড়ি ও রিকশা আটিকিয়ে দিচ্ছে ওই সড়কে মহিলা কলেজ ছাড়াও জেলা শিল্পকলা একাডেমী, সরকারি গ্রন্থাগারও রয়েছে। তারা ঘটনাকারীদের সুষ্টু সুবিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান সরকারি মহিলা কলেজের পক্ষে একটি অভিযোগ পেয়েছেন। ৪-৫দিন আগে সড়কে গাড়ি ও রিকশা চলাচল বিষয়ে একটি সভা অনিুষ্ঠিত হয়। ওই সভায় জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। তবে সড়কে গাড়ি ও রিকশা চলাচল বন্ধ থাকবে এমন কোন সিদ্ধান্ত হয়নি। তিনি জানান বিষয়টি মিমাংসার প্রচেষ্ঠা চালাচ্ছেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট