জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুটিয়া গ্রামে ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। ওই গ্রামের মোহাম্মদ সজল মিয়া অনেকদিন আগে পার্শ্ববর্তী উজান শৈলজুরা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে জুবেল মিয়ার কাছ থেকে সুদে টাকা নেন। কিন্তু সময়মতো সুদের কিস্তি দিতে না পারায় চরম পরিণতির শিকার হন তিনি।
পরিবারের অভিযোগ অনুযায়ী, চার-পাঁচ দিন আগে সজল মিয়াকে জুবেল মিয়া ও তার গ্রামের আরও কয়েকজন সুদের মহাজনের সহায়তায় ধরে নিয়ে যায়। এরপর তাকে আবু তাহের মিয়ার বাড়িতে একটি রুমে আটকে রাখা হয়।
বুধবার (৬ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সেই বাড়ি থেকে সজল মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পূর্বপরিকল্পিত ও পৈশাচিক একটি হত্যা। সুদের টাকার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।
দ.ক.সিআর.২৫