1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :

শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জেলা প্রতিবেদক: শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। পরে মাসুমকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ৮ জুলাই রাতে ভিকটিম চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে ভুলক্রমে তিনি ৯ জুলাই ভোর ৪টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়েন।

সেদিনই বিকেলে তাকে ফুসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি পরিত্যক্ত বসতঘরের বারান্দায় নিয়ে যায় আসামিরা। সেখানে বিকেল ৪টার দিকে মাসুম মিয়া ওরফে ডগি তাকে প্রথমবার ধর্ষণ করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে পুনরায় ধর্ষণ করা হয়।

স্থানীয়রা ভিকটিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট