1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সুতাং নদীতে শিল্প-বর্জ্যের বিষ: বিপন্ন পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০এপ্রিল) বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, মাহমুদুর রহমান দেশের একমাত্র সম্পাদক যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এককভাবে কলম ধরেছেন। তার এই সাহসিকতায় ক্ষুব্ধ হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের ষড়যন্ত্রে তাকে ও আমার দেশের তিন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি আরও বলেন, সরকারদলীয় লোকদের দুর্নীতির খবর প্রকাশ করায় এ মামলা। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছু নয়। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং মোস্তফা কামালকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাংবাদিক লেখক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিব, সালাউদ্দিন শুভ, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম, মুমিন ইসলাম, মুসলিম চৌধুরী, আমজাদ হোসেন বাচ্চু, শামছুল ইসলাম শামীম, এম এ শুকুর, এমরান হোসেন, জামাল হোসেন, মো. আল আমিন, কাওছার আহমদসহ সাংবাদিক, রাজনৈতিক, মানবাধিকার কর্মীর নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট