➖
নাহিদ মিয়া, কালনেত্র
হবিগঞ্জ শহরের বাটা শো-রুম পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ এনএম সাজেদুর রহমান।
মঙ্গলবার (৮ই এপ্রিল) হবিগঞ্জ শহরের বাটা শো-রুম গোডাউন পরিদর্শন কালে হবিগঞ্জ পুলিশ সুপার এ এনএম সাজেদুর রহমান বলেন, হবিগঞ্জ জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করলে কেউ ছাড় পাবে না।তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। পুলিশ সুপার এসব লুটপাটকারী ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।
পরিদর্শনের সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।
দ.ক.সিআর.২৫