➖
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় র্যাবের অভিযানে গ্রেফতার।
রবিবার (৬ এপ্রিল ২৫) র্যাব ৯ সিপিসি ৩ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদের মধ্যে তারাবির নামাজে কথা কাটাকাটির জেরে এই ঘটনাটি ঘটে!
নিহত আব্দুল কাইয়ুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে।
ছুরিকাঘাতে নিহতের অভিযুক্ত ব্যক্তির নাম মুজাহিদ আলী (৩৫)। তিনি একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মসজিদের মধ্যে তারাবি নামাজের সময় আব্দুল কাইয়ুম ও মুজাহিদ আলীর কথা কাটাকাটি হয়।
পরে বাড়ি ফেরার পথে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মুজাহিদ আলী।
এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান!
দ.ক.সিআর.২৫