➖
চুনারুঘাট প্রতিনিধি
আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় প্রতিপক্ষের মারধরের শিকার হয়েছেন মামলার তিন বিবাদী। এ সময় তারা পিঠ, হাত ও মুখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে হবিগঞ্জ সদর থানার জগৎপুর এলাকায় ৮ থেকে ১০ জন যুবক হেমলেট পরিহিত অবস্থায় মোটর সাইকেলে করে এসে বিবাদীর চলন্ত সিএনজি থামিয়ে ওদের উপর এ হামলা করে। হামলার শিকার হওয়া তিন যুবক থৈগাও গ্রামের আঃ মজিদ এর পুত্র মোজাম্মেল হোসেন (, গাদিশাল গ্রামের মৃত হারুনূর রশীদ এর পুত্র আরমান মিয়া ও গেরারুক গ্রামের আঃ আওয়াল এর পুত্র ইমন মিয়া। তারা চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড এলাকার বলে জানা গেছে।
ওই যুবকদের আইনজীবী মুহিবুর রহমান জিতু জানান, গত ডিসেম্বর মাসে চুনারুঘাট থানায় আমার মক্কেল কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। সেখানে মারধরের অভিযোগ আনা হয়। সে মামলায় তারা হাজিরা দিয়ে চলে যাচ্ছিলেন। এরমধ্যে উক্ত মামলার বাদিরা তাদের উপর হামলা করেন। মারধরের ফলে আমার মক্কেলরা শরীরে মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত পেয়েছেন।
আইনজীবী বলেন, এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমার মক্কেল ২ জনকে শনাক্ত করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে আমরা থানায় এজহার দায়ের করব।
চুনারুঘাট থানার কর্মকর্তা (ওসি) বলেন, কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।
দ.ক.সিআর.২৫