.
হবিগঞ্জের মাধবপুরে ৫ বছর সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন।
.
গ্রেফতারকৃত নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সমজদিপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
গ্রেফতার নিজাম উদ্দিন ২০২২ সালের একটি জিআর মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও একইসাথে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ার পর থেকেই পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।