1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাহুবলে প্রভাবশালীদের হামলায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৪ জন আহত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাহুবল প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামে প্রভাবশালীদের হামলায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে।

হামলাকারীরা নিরীহ কাছুম আলীর ঘরে বেআইনিভাবে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট ও ব্যাপক ভাংচুর করে তাণ্ডবলীলা চালায়। একপর্যায়ে নিরীহ কাছুম আলীর স্কুল পড়ুয়া কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এসময় তাকে রক্ষা করতে পিতামাতা এগিয়ে আসলে তাদের বেধরক মারপিট করে। এতে তিতারকোনা এলাকার দিনমুজুর কাছুম আলী(৫০) ও তার স্ত্রী আফিয়া খাতুন(৪০), মেয়ে রাকিবা (১৫), ছেলে জীবন (১৪) আহত হন। হামলাকারীরা তাদরকে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে।

পরে জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। একপর্যায়ে তাদের শোরচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করলে সন্ধ্যার হাসপাতালে চিকিৎসা নেন।

এঘটনায় শনিবার (৮ মার্চ) দুপুরে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর মোহাম্মদ ঘটনারস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি খুবই দু:খজনক, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এরআগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) হবিগঞ্জে আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত আমল) আদালতে প্রভাবশালী মোঃ শফিকুর রহমান ও হুমায়ূন কবীর শামীমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাছুম আলী।

অসহায় কাছুম আলী জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী শিক্ষক সফিক ও হুমায়ুন কবির শামীম আমার কিছু জমি জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে। আমার ২০ শতকের মধ্যে মাত্র ৯ শতক ভূমি রয়েছে। ওই ৯ শতক ভূমিও তারা দখল করতে চায়। আমি বিচার চেয়ে আদালতে মামলা করেছি। মামলাও বিচারাধীন। কিন্তু এরই মধ্যে আমাদেরকে উচ্ছেদ করতে পায়তারা করে চক্রটি। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে আমার স্ত্রী ও মেয়ে ঘরের বারেন্দায় রান্না করছিলেন। এসময় শাহজাহান এসে কিশোরীকে ঘর থেকে বের হতে বলে। একপর্যায়ে তাকে টেনাহেচড়া করে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন শুরু করে। তাকে রক্ষা করতে মা এগিয়ে আসলে তাকেও মাটিতে ফেলে দিয়ে শারীরিক নির্যাতন করে। পরে তাদের শোরচিৎকারে আমি এগিয়ে আসলে আমাকেও বেধড়ক মারপিট করে। পরে তারা এসময় তারা জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগীতা চান। এরই মধ্যে লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি,করেন। কাছুম আলী বলেন, মামলা করেও বিপাকে শফিক শামীম লোকমুখে প্রচার করছে তাদের দুই ভাই প্রবাস থেকে আসতেছে তারা সহ সবাই আমাদেরকে প্রাণে মেরে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিবে। আমরা তাদের এহেন কর্মকান্ডে নিরাপত্তাহীনতায় ভুগছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট