1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন (সাবারী ব্্িরকস) এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ‘এই ইটভাটা কোন দিন ছিলো লাইসেন্স আর কোন দিন ছিলো পরিবেশ বান্দব অনুমতি। যাই করেছেন ভাইয়ের পাওয়ারে। এক সময় ছিলেন চিপ হুইপ, এবার হয়েছিলেন মন্ত্রী তাদের হাতে হয়নি এমন কোন অবৈধ কাজ তা স্বপনে ও কল্পনা করা যায় নি, এখন ধীরে ধীরে সব বেরিয়ে আসছে আরও আসবে সাধারণ জনগন সামনে।’

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে বিভাগীয় কমিশনের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট