1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক

মানুষ কেন লেখে- ?

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

আসাদ ঠাকুর◾

মানুষই একমাত্র প্রানী যে লেখালেখি করে। আর কোন প্রানীর মধ্যে লেখালেখির উদাহরণ নেই। মানুষ লেখে কারণ সে বিমূর্ততা ভালবাসে। আর কোন প্রানী এই বিমূর্ততাকে অনুভব করেনা। সবাই মূর্ত জগতকেই বুঝতে পারে। তাকে কেন্দ্র করেই তার সমস্ত কর্মকান্ড আবর্তিত হয়। যেমন একটা বানরকে কলা দেখালেই কেবল সে সেটা পাওয়ার জন্য উদগ্রীব হবে। কিন্তু তাকে কলার স্বপ্ন দেখিয়ে কাজ আদায় করা যাবেনা।

 

তাছাড়া মানুষ যা চর্ম চক্ষে দেখতে পায়না, এমনকি যার অস্তিত্ব সম্পর্কেও কোন ধারণা নেই তাকেও সে অনুভবে হাজির নাজির বলে জানে। মানুষ অনেক সম্ভাবনাকে স্বপ্নে দেখতে পায়। অসম্ভবকেও দেখতে পায়। সেই স্বপ্নের জন্য এমনকি সে জীবনও দিতে পারে। এই দেখা-অদেখার মাঝামাঝি বিমূর্ত জগতকে শব্দ দিয়ে মূর্ত করে তোলাটাই লেখকের কাজ। এক্ষেত্রে লেখক একজন নির্মাণ শ্রমিক।

 

লেখালেখি কাজটার জাগতিক বা বৈষয়িক মূল্য তেমন নেই। যেহেতু তা বিমূর্ত। কিছুটা এন্টারটেইনমেন্ট আছে ফলে কখনো কখনো তা বিনোদনের বাজারমূল্যে বিক্রি হয়। কিন্তু সেটা না থাকলে লেখালেখি আসলে লালনের ভাষায় “এ যেন শূন্যের উপর পোচতা করে ঘর বাধা”। এই কাজটা ঘোর লাগা মানুষের কাছে বড়ই মূল্যবান। লেখালেখি মূলত একটি ঘোরের জগত। লেখককে নির্লিপ্ত হতে হয়। সামাজিক মানুষ হয়েও লেখক হবেন সমাজের বাইরের একজন বিচ্ছিন্ন মানুষ। মহাকাশচারীরা যেমন মহাশূন্য থেকে পৃথিবীকে দেখলে বুঝতে পারেন পৃথিবী গোল তেমনি লেখককেও জীবনকে দেখতে হয় জীবনের বাইরে থেকে নির্লিপ্ত দর্শকের মত করে। বাঘের খাঁচায় ঢুকে বাঘের বর্ণনা লিখতে হয়না। খাঁচার বাইরে নিরাপদ দূরত্বে থেকেই তাকে দেখতে হয়।

 

এমনকি লেখা একধরণের যুদ্ধও বটে। নিজের সাথে যুদ্ধ, জীবনের সাথে যুদ্ধ, জীবিকার সাথে যুদ্ধ, সমাজের সাথে যুদ্ধ। বিতর্ক লেখকের অনিবার্য নিয়তি। সামাজিক ব্যর্থতাও একটা চ্যালেঞ্জ। সাহিত্যে শহীদ হবার ঝুঁকিও আছে। তবে সবার কপালে অমরত্ব জোটেনা।

 

এখন একটু ভিন্ন প্রসংগে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে হৃদয়গ্রাহী হলো “আনা ফ্রাংকের ডায়েরি”। এই আনাফ্রাংক কোন যোদ্ধা ছিলেন না। তিনি ভুক্তভোগী পলায়নপর একজন কিশোরী। তিনি যুদ্ধকে দেখেছেন একজন বিপর্যস্ত মানুষের চোখ দিয়ে। যুদ্ধের অপারেশনাল ন্যারেটিভ নিয়ে হয়ত অনেক বই লেখা হয়েছে কিন্তু সবকিছু ছাপিয়ে এনা ফ্রাংকের ডায়েরিই হয়ে উঠেছে বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের দলিল।

 

একটি যুদ্ধের বহুমাত্রিক দিক থাকে। রাইফেল বন্দুক মর্টার মেশিনগানের বাইরেও এর অসংখ্য গল্প থাকে। থাকে বলেই কোন রকম বন্দুক ধারণ না করেও, একজন পাকিস্তানি আর্মিকে হত্যা না করেই একজন ধর্ষিতা, নির্যাতিত নারী হয়ে ওঠেন বীরাঙ্গনা। যেখানে তার জরায়ুই হয়ে উঠেছে একটা যুদ্ধের ময়দান সেখানে তার বন্দুক হাতে সম্মুখ যুদ্ধের প্রসংগটি অবান্তর।

 

একজন কবি পাকিস্তান সরকারের সরকারি পত্রিকায় কাজ করছেন। কিন্তু তার কাছ থেকেই আবার যুদ্ধের জন্য সঞ্জীবনী কবিতা লিখবার আব্দার নিয়ে আসছেন একজন গেরিলা যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে শাহাদত চৌধুরি যোগাযোগ করছেন শামসুর রাহমানের কাছে। পলায়নপর কবি কবিতা লিখলেন “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা”। সেই কবিতা পাকিস্তানীদের হাতে পড়লে কবি ও গেরিলা উভয়ের জন্যই খারাপী ছিল। তবু মন মানেনা কবির। কবি লিখেন। কিন্তু বন্দুক হাতে যুদ্ধ করতে পারেন না।

 

একজন গেরিলার জননী সরকারি রেডিওতে চাকরি করেন কিন্তু লিখে যান কষ্টের রোজ নামচা। নিজে গাড়ি চালিয়ে ছেলেকে নামিয়ে দেন যুদ্ধের রাস্তায়। ছেলের নিষেধ আছে বলে পেছন ফিরে থাকান না। এক নজর দেখার সাধ হয় কলিজার টুকরাকে। কিন্তু যুদ্ধের শপথ অন্য জিনিস। সেই জননীর রোজ নামচা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ বয়ান। তিনি সেদিনই শহীদানা বরণ করেছেন যেদিন পুত্রকে একনজর পেছন ফিরে দেখার তৌফিক হয়নি তার। এই জননী একজন লেখক। পুরো ডায়েরিতে তিনি উপস্থিত থেকেই অনুপস্থিত। যেন একজন নির্লিপ্ত মহাকাশ্চারী। উপর থেকে দেখছেন আশ্চর্য ঘটনাবলী।

 

একজন রাজনীতির কবি যুদ্ধে উপস্থিত থাকেন না। মিছিলেও থাকেন না। কিন্তু মিছিলের ওপারে তিনি থাকেন। যুদ্ধের জমিনে তার কাজ নেই। তার কাজ মানুষের মগজে, হৃদয়ে।

 

একজন মুজিব সম্মুখ যুদ্ধ করেন না। কিন্তু তিনি বিমূর্ত স্বপ্ন হয়ে থাকেন যোদ্ধার মস্তিষ্কে। শুধু পার্থক্য এই কবি লেখ্য ভাষার মোহন খেলা জানেন না। তিনি জানেন উচ্চারিত শব্দ আর উত্থিত তর্জনীর আগুন খেলা। কেন তিনি যুদ্ধ করেননি এই প্রশ্ন বানরের সামনে কলা দেখানোর মত রিয়ালিজমের ফেরকা।

 

একমাত্র মানুষই দৃশ্যমান জগতের বাইরের জগতটাকেও দেখতে পায়। তবে দেখতে জানতে হয়; একটু প্রস্তুতি লাগে এই যা..!

 

লিখেছেন: আসাদ ঠাকুর, কবি, লেখকসাংবাদিক

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট