➖
মোহাম্মদ সুমন, চুনারুঘাট ◾
মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু নাসের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) কবির হেসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ
এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন-শিক্ষার্থীদের মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে সন্তানকে বাঁচাতে অভিভাবকদের সতর্ক ও সচেষ্ট থাকার আহবান জানান ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আরো বলেন- ভালো মন্দের তফাৎ খুঁজে মন্দ কাজ থেকে দূরে থাকতে পারাটাই সফলতা। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতেও পরামর্শ দেন তিনি।
যেকোনো অভিযোগ দায়েরের জন্য সরাসরি থানায় যাওয়ার অথবা লিখিতভাবে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন নবাগত ওসি। জরুরি সেবার ক্ষেত্রে ৯৯৯-এ ফোন করে নাগরিক দায়িত্ব পালনেরও আহবান জানান তিনি।
তিনি বলেন-মুষ্টিমেয় কিছু মাদক ব্যবসায়ীদের কাছে চুনারুঘাটবাসী জিম্মি হয়ে থাকতে পারে না; এদের মূলোৎপাটনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।
দ.ক.সিআর.২৪