
নিজস্ব প্রতিবেদক : ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সিনিয়র রিপোর্টার হায়দার আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । বুধবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর ওয়ারী এলাকার একটি ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ক্যামেরা হাতে এবং গলায় প্রেসকার্ড ঝুলিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে তাকে ঘিরে ধরে। এ সময় তারা জিজ্ঞেস করে, “আপনি কি গণমাধ্যমের লোক?” সাংবাদিক পরিচয় দেওয়ার পরই মুহূর্তের মধ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গুলি করারও চেষ্টা করা হয়।
হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং বুম ভেঙে ফেলে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় একজন সন্ত্রাসীর ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করতে সক্ষম হন ভুক্তভোগী সাংবাদিক। মোটরসাইকেলের নম্বরটি হলো ঢাকা মেট্রো-ল ৩৩-৬০-৮৯।
সাংবাদিক হায়দার আলীর ধারণা, ওই সন্ত্রাসী দল টিকাটুলি এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে অবস্থান করছিল। তবে তার ওপর হামলার কারণে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
দ.ক.সিআর.২৫