1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সাহিত্য পরিষদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে গ্রন্থমেলা অনুষ্ঠিত বাহুবলে হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল রংপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল  বাহুবলে অপারেশন ডেভিল হান্ট-২ জোরদার: চাঁদাবাজ ও সিন্ডিকেটের দিন শেষ- ওসি হবিগঞ্জে আওয়ামী লীগ অফিস ও সুশান্তের পত্রিকা অফিসে হামলা সাংবাদিক হায়দার আলীর ওপর হামলার তীব্র নিন্দা শায়েস্তাগঞ্জে হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে: জেলা প্রশাসক হবিগঞ্জ সদর আসনে জি.কে গউছের মনোনয়নপত্র সংগ্রহ চুনারুঘাটে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাংবাদিক হায়দার আলীর ওপর হামলার তীব্র নিন্দা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সিনিয়র রিপোর্টার হায়দার আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । বুধবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর ওয়ারী এলাকার একটি ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ক্যামেরা হাতে এবং গলায় প্রেসকার্ড ঝুলিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে তাকে ঘিরে ধরে। এ সময় তারা জিজ্ঞেস করে, “আপনি কি গণমাধ্যমের লোক?” সাংবাদিক পরিচয় দেওয়ার পরই মুহূর্তের মধ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গুলি করারও চেষ্টা করা হয়।

হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং বুম ভেঙে ফেলে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় একজন সন্ত্রাসীর ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করতে সক্ষম হন ভুক্তভোগী সাংবাদিক। মোটরসাইকেলের নম্বরটি হলো ঢাকা মেট্রো-ল ৩৩-৬০-৮৯।

সাংবাদিক হায়দার আলীর ধারণা, ওই সন্ত্রাসী দল টিকাটুলি এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে অবস্থান করছিল। তবে তার ওপর হামলার কারণে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট