
হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : আবুল খায়ের কোম্পানির রাজারহাট কার্যালয় হতে নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত কার্যালয়ে ঘটনাটি ঘটে।ঘটনার আলামত গায়েব করতে সিসিটিভির যন্ত্রাংশ খুলে নিয়েছে খুনীরা।
নিহত তপন সরকারের স্ত্রীর অভিযোগ কার্যালয়ের নগদ অর্থ লুট ও স্বামীর খুনের সঙ্গে স্টাফরা জরিত।
আবুল খায়ের গ্রুপে রাজারহাট উপজেলা ম্যানেজার লিটনের রেজিস্ট্রার অনুপাতে আনুমানিক ৩৪ লক্ষ টাকাসহ মালামাল চুরি হয়ে গেছে।রোবরার দুপুরে রাজারহাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।
এএসপি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শনকালে গণমাধ্যমকে বলেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
দ.ক.সিআর.২৫