
আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ কিসাম (২৬) ও পিন্টু (২৮) নামের ২জনকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালান জেলা গোয়েন্দা পুলিশের এসআই কবির আহমেদ এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। এ সময় মহাসড়কে গাড়ির অপেক্ষা করা কিসাম ও পিন্টুকে ৫টি পুটলায় থাকা ১৫ কেজি গাঁজা সহ হাতেনাতে ধরে ফেলেন তার। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২লক্ষ ২৫ হাজার টাকা।
আটককৃত কিসাম চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের দমদমিয়া টিলার রতব এর পুত্র ও পিন্টু একই স্থানের করমুখ কর্মকারের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ওসি (ডিবি) এ,কে,এম শামীম হাসান।
দ.ক.সিআর.২৫