
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাটে সামাজিক বনায়নের গাছ অবাধে কেটে পাচার করা হচ্ছে। একইসঙ্গে বাহুবলে সংরক্ষিত চা বাগানের গাছ চুরিও আশঙ্কাজনক হারে বেড়েছে।
বন বিভাগ কতৃপক্ষ চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, ফলে প্রতিনিয়ত মূল্যবান গাছ লোপাট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে সংঘবদ্ধ গাছ চোরেরা অস্ত্রের মুখে গাছ কেটে নিয়ে যাচ্ছে।
চুনারুঘাট উপজেলা ও বাহুবল উপজেলার বিভিন্ন বনায়ন, চা বাগান, সড়কের পাশে লক্ষাধিক সিএফটি গাছ ইতোমধ্যে কেটে নিয়েছে চোর সিন্ডিকেট।
দ.ক.সিআর.২৫