1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮২০ কেজি ভারতীয় জিরাসহ আটক ১

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ ১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে ৯৪টি বস্তায় মোট ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী ১ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ হাবিবুর রহমান (৫৫)। তিনি নওগাঁ জেলা ও থানার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট