মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া থানাধীন জিরো পয়েন্ট এলাকায় র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ফয়েজ মিয়া (৩০) হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ধারা ৯(১) অনুযায়ী মামলা রয়েছে।
র্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে ফয়েজ মিয়া একই এলাকার এক নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।