
মীর দুলাল, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রাশাসনের অভিযানে অবৈধ ভাবে উত্তোলনকৃত বালু জব্দ করে, নিলামে বিক্রি করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের অংশ হিসেবে মিরপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ বালু জব্দ করা হয়েছিল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জব্দকৃত বালু ১ লক্ষ ১৮ হাজার ৮শ ৭৫ টাকায় নিলামে বিক্রি করা হয়।
এব্যাপারে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বালু গত ৭ অক্টোবর জব্দ করা হয়েছিল।
তিনি বলেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫