মোঃ হারুন অর রশিদ: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মূল আসামি সুরুজ কসাইয়ের ছেলে লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, হামলার পরপরই লিটনের মা ফিরুজা (৬০) এবং পুটলের ছেলে রিপন (১৮)-কে আটক করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা পুলিশের এসআই রাসেল ও কন্সটেবল আমিরুল সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেন। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় লিটনের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে জোরপূর্বক আটক লিটনকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান- সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে অবশেষে ঘটনার মূল হোতা মাদক কারবারি লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে।
ওসি শাকের আরও জানান, এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
দ.ক.সিআর.২৫