হাফিজুর রহমান, রাজারহাট: রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমের নির্দেশিত পথে হেঁটে এবার সরাসরি মাদক বিরোধী অভিযানে সামিল হলেন রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ। তার দেওয়া সাহসে অনুপ্রাণিত হয়ে আজ ৫ অক্টোবর রবিবার সকালে ছিনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয় কুমার মৌজায় স্থানীয়রা হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি নাজমুল আলম জনসচেতনা ও সাধারণ মানুষের মনে মাদকবিরোধী কাজে সাহস জোগানোর উদ্যোগ নেন। তার এই আহ্বানে সাড়া দিয়েই এলাকার জনগণ আজ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে স্থানীয় জনগণ ওসি নাজমুল আলমকে সাধুবাদ জানিয়ে বলেন, “ওসির সাহেবের কথায় আমরা সাধারণ মানুষ আজ সাহস পেয়েছি। ফলে আমরা আজ এই মাদক সম্রাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছি।”
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ওসি নাজমুল আলমের নেতৃত্বে এবং সাধারণ মানুষের সহযোগিতায় অচিরেই রাজারহাট থানা মাদকমুক্ত হয়ে উঠবে।
সর্বস্তরের জনগণ এই মহৎ উদ্যোগে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলমের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার এই সাহসী পদক্ষেপ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।
দ.ক.সিআর.২৫