জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টার দিকে ঘটা এই সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
নোয়াব আলী গং এবং সারাজ মিয়া গং-এর মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী এই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সারাজ মিয়া গংদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। তিনি একদল পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা ওসি বন্দে আলীর ভূমিকার প্রশংসা করেছেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের চার থেকে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫