
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক মিশুক চালকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মিশুক চালক কাঁচা বাজারে মালামাল পৌঁছে দিতে গেলে প্রথমে এক ব্যক্তি তার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয়। পরে পুনরায় বাজারে আসলে ‘টমটম সিরিয়াল ম্যান’ সুমন নামে পরিচিত এক ব্যক্তি আবার ১০ টাকা চাঁদা দাবি করে। চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত করা হয়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫