হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় প্রতারণার অভিযোগে নিশান পরিবেশ ও স্বাস্থ্য সোসাইটির নির্বাহী পরিচালক মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তেলিয়াপাড়ায় অবস্থিত নিশানের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এনজিও প্রতিষ্ঠান নিশান সোসাইটির ওই দুই ব্যক্তির উপর স্বপ্না রানী নামের এক গ্রাহকের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
অভিযোগ রয়েছে, গ্রাহকদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। এ ঘটনায় গ্রাহকরা সরকারের কাছে তাদের টাকা উদ্ধারের দাবি জানিয়ে ছিলেন।
মাধবপুর থানার ওসি শহিদুল্লাহ জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দ.ক.সিআর.২৫