মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার অ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি, ডাউনলোড, পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার অ্যাপস পাওয়া গেলেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেওয়ার জন্য সেটি যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
ওসি আরও জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তিনি বলেন, “খুব শীঘ্রই এসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হব আমরা। তাই সবাইকে সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
দ.ক.সিআর.২৫