স্টাফ রিপোর্টার: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মারধর করে ২লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন চুনারুঘাট উপজেলার নালমূখ বাজারের মুদিলাল ব্যবসায়ী মোঃ ফাহাদ মিয়া।
ফাহাদ মিয়া বলেন, শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার নালমূখ বাজার থেকে দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে নিজ গ্রাম গোয়াছপুরের ডাক্তার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে উৎপেতে থাকে ওই গ্রামের ফয়জুর রহমান কন্টা মিয়ার ২ পুত্র সাহেদ মিয়া (৪৭) ও ফারুক মিয়া (৩৭) এবং তাজুল ইসলামের পুত্র কামাল মিয়া (৩০)। ফাহাদ তাদের কাছাকাছি গেলে তারা ফাহাদের মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। ফাহাদ মোটরসাইকেল থামালে সাহেদ, ফারুক ও কামাল ৩ জনে মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার সাথে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফাহাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফাহাদকে আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
মোঃ ফাহাদ মিয়া উপজেলার গোয়াছপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র। ঘটনায় ফাহাদ মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দ.ক.সিআর.২৫