জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:
লাখাই উপজেলার ভাদিকার চান পাড়া থেকে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাউছার মিয়া (৪২)। তিনি বামৈ গ্রামের নানু মিয়ার ছেলে।
লাখাই থানার এএসআই আনোয়ারুল হক এবং কনস্টেবল প্রণয় সরকার যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এএসআই আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
দ.ক.সিআর.২৫