1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

রাজারহাটে ইয়াবাসহ দুজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও এক ক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।

বুধবার ২৭ আগস্ট দুপুর ২:৩০ টায় উপজেলার নাজিমখান বাজারে চন্দন রায় নামে এক কিশোরকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এলাকাবাসী।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজারহাট থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনা স্থলে পৌছান।

চন্দন রায়ের তথ্যের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই বাজারের মাদক ব্যবসায়ী আব্দুল হালিমের দোকানে তল্লাসী করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে পুলিশ ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম ও মাদক ক্রেতা চন্দন রায়কে গ্রেফতার করে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আসাদুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক মাদক ব্যবসায়ী আব্দুল হালিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ৫০০০ টাকা জরিমানা করেন। মাদক ক্রেতা চন্দন রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১০০ টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল হালিম নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া মনারকুটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং চন্দন রায় উলিপুর উপজেলার তেতুলতলা পান্ডুল ইউনিয়নের স্বপন রায়ের ছেল।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ পরোয়ানা মুলে আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন বলে সাংবাদিককে নিশ্চিত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট