মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মদ জব্দ করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ৮টায় মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ২১৩ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে সেনা সদস্যরা।
আটককৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মোঃ শরিফ উদ্দিন (৩৯) এবং একই উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
অভিযানে উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—
ম্যাজিক মোমেন্ট ৭৫০ মিলি ২৪ বোতল
ম্যাজিক মোমেন্ট ৩৭৫ মিলি ২৪ বোতল
রয়েল গ্রীন ৭৫০ মিলি ২৪ বোতল
রয়েল গ্রীন ৩৭৫ মিলি ২৪ বোতল
হোয়াইট ম্যাজিক ৩৭৫ মিলি ২৪ বোতল
সিগনেচার প্রিমিয়ার ৩৭৫ মিলি ২৪ বোতল
গলফার শট ৭৫০ মিলি ৯ বোতল
গলফার শট ৩৭৫ মিলি ২৪ বোতল
রয়েল চ্যালেঞ্জ ৭৫০ মিলি ১২ বোতল
বেলেন্ডারস প্রাইড ৩৭৫ মিলি ২৪ বোতল
সব মিলিয়ে ২১৩ বোতল বৈদেশিক মদ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদকবিরোধী এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
অভিযান শেষে আটক দুই ব্যক্তিকে উদ্ধারকৃত মদসহ মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দ.ক.সিআর.২৫