1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

লাখাইয়ে ওরসে যাওয়ার নামে নৌকায় অশ্লীল নাচ গান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

জুবায়ের আহমেদঃ লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে কেল্লা বাবার মাজারের বার্ষরিক ওরসে যাওয়ার নামে নৌকায় অশ্লীল নাচ-গান করে।

গতকাল বুধবার উপজেলার ধর্মপৃর জিরাইন্নাখাল এ দৃশ্য লক্ষ্য করা গেছে।  আয়োজককারী সংগঠন গুলো হল ধর্মপুর পুকুর পাড় একতা যুব কল্যাণ সংস্থা, বন্ধুমহল, ধর্মপুর আদর্শ সমাজ কল্যাণ যুব সংগঠন, ভাইভাই যুব সংঘ।

এ প্রতিবেদকের হাতে আসা একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ৪টি নৌকায় কেউ কেউ লুঙ্গী টিশার্ট -গামছা, আবার কেউ কেউ পেন্ট, টিশার্ট -গামছা পরহিত হয়ে বিভিন্ন অশ্লীল

অঙ্গবঙ্গীতে উচ্চসূরে নাচ-গান করছেন। এর মধ্যে অশ্লীল উচ্চারণের গান ছিল

লাপ্পা লাপ্পা লাপ্পা লাপ্পা লারে লাপ্পা লা বন্ধুরে তোর মুখের হাসি লাগে ভালা নামক গানটি।

স্থানীয়রা জানান, গত জুম্মায় স্থানীয় মসজিদে নির্দেশনা দেয়া হয়েছেিল যে, খরমপুর মাজারে যাওয়ার নামে কোনো সংগঠন বা ব্যক্তিবর্গ যেন উচ্চসূরে অশ্লীল নাচ-গান এর আয়োজন না করে। তবে সেই নির্দেশনা অমান্য করে উঠতি বয়সী কিছু যুবক অশ্লীল নাচ-গান করে।

স্থানীয় মিসবাহ উদ্দিন নামে এক যুবক বলেন,  সকাল ৭ঘটিকায় আমাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা আয়োজকদের বাধা দিয়ে আসছি যেন নাচ গান না করে । এসময় এসব কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ হলেও আমরা চলে আসার পর তা পূনরায় শুরু হয়।

পূর্বে উপজেলার শিবপুর গ্রামে নৌকায় উচ্চ সুরে নাচ গান নিয়ে দুপক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনাঘটে ছিল।

লাখাই  থানার পুলিশ পরিদর্শক তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, বিষয়টি দেখব, পূর্বে কেউ অবগত করেনি আমাদেরকে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট