1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে জমি বিরোধের জেরে ভাগিনার হাতে মামা খুন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

মোঃ জসিম মিজয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের মহদীরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় ভাগনা বিকাশসহ আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেরাগ আলী ও তার বোন নুর নাহারের মধ্যে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হলেও কোর্টে চলমান মামলার কারণে বিরোধ মিটেনি।

সকালবেলায় বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলী ও তার লোকজন। এসময় বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও ছেলে বিকাশকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। হাতে থাকা রামদা ও লাঠি দিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে ছেরাগ আলী গুরুতর আহত হন এবং আরও পাঁচজন মারাত্মকভাবে জখম হন।

আহত অবস্থায় ছেরাগ আলীকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তিনি মৃত্যুবরণ করেন। অন্যান্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন বলেন, “নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আদালতের মামলা চলমান থাকায় উত্তেজনা থেকে যায়। আজ সকালে জমিতে হাল চাষের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এক প্রানহানিতে গড়ানোয় স্থানীয়রা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

দ.ক.সিআর:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট