1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল, উৎকন্টায় জনসাধারণ হামলায় নিহত বিএনপি নেতা মহসিন হত্যার ঘটনায় আসামী গ্রেফতার নদী ভাঙ্গনে ঘর সরাতে না পেরে ফোনে ইউএনও এর সহযোগীতা চাইলেন এক বৃদ্ধা সাংবাদিক তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে চুনারুঘাটে মানববন্ধন দর্জি থেকে তথাকথিত সাংবাদিক; অভিযোগের তীরে বিদ্ধ ‘দর্জি মিজান’ চুনারুঘাটে পাহাড় ধসের ফলে হুমকির মুখে রামগঙ্গা সড়ক লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে হবিগঞ্জ প্রেসক্লাবে দিনব্যাপী প্রশিক্ষণ দুনিয়া বিপ্লবী কাস্ত্রো নিজে খুন হওয়ার জন্য প্রেমিকার হাতে পিস্তল তোলে দেয়ার অত:পর চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ রাজারহাটের প্রথিতযশা সাংবাদিক প্রয়াত আলমগীর কবিরের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

হামলায় নিহত বিএনপি নেতা মহসিন হত্যার ঘটনায় আসামী গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

নাহিদ মিয়া: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী বিএনপি নেতা মহসিন হত্যাকান্ডের ঘটনায় ডাকাত আলী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ০২/০২/২০২৫ ইং তারিখ দিবাগত রাত ৪ টায় দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাফি ‘স’ মিলের সামনে রাস্তার উপর গাছ ফেলে ডাকাতি করার সংবাদ পেয়ে ইলিয়াছ মিয়া ও তার চাচাতো ভাই মহসিন মিয়া মোটর সাইকেল যোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। তারা ঘন কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্রই রাস্তার পাশে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত হাতে রামদা ও লৌহার পাইপ দিয়ে তাদের মারধোর শুরু করে এবং গালি দিয়ে মোটর সাইকেল থেকে নামতে বলে। পরবর্তীতে ইলিয়াছ মিয়ার পকেটে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায়। অতপর ইলিয়াছ মিয়ার মোটর সাইকেলে বসে থাকা তার চাচাতো ভাই মহসিন মিয়া ভয়ে মোটর সাইকেল থেকে নেমে দৌড় দেয় এবং ইলিয়াছ মিয়াও জান বাঁচানোর জন্য মোটর সাইকেল রেখে দৌড়ে কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে যায় এবং রাস্তার লোকজনের কথাবার্তা ও লাইটের আলো দেখে ডাকাতদল চলে গেছে বুঝতে পেরে আস্তে আস্তে রাস্তার উপর আসেন এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়া সেনা সদস্য ও স্থানীয় লোকজনদের ডাকাতির ঘটনা বিস্তারিত বলেন। পরবর্তীতে তার সাথে থাকা চাচাতো ভাই মহসিন মিয়াকে খোঁজাখুঁজি করে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০গজ পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে জমিতে রাত অনুমান ০৩.৫০ ঘটিকার সময় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তার আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বুধবার (১৩ আগষ্ট) রাত ০৩:১০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০২/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৬ পেনাল কোড ১৮৬০। এর মূলে শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী বিএনপি নেতা মহসিন হত্যাকান্ডের ঘটনায় ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে আব্দুল আলী (৪৫)।

র‍্যাব-৯, এর সিলেট মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট